বিবিসিসিআই নর্থ ওয়েস্ট রিজিয়নের জমকালো গ্র্যান্ড গালা ডিনার ২০২৪
ব্রিটিশ বাংলাদেশীদের ব্যবসার সম্ভাবনাকে এগিয়ে নিতে কার্যকর নেটওয়ার্কিং গড়ে তোলার আহবান
ব্রিটিশ বাং লাদেশ চেম্বার অফ কমার্স এণ্ড ইণ্ডাস্ট্রি (বিবিসিসিআই) নর্থ ওয়েস্ট রিজিয়নের আয়োজনে রোববার ১৪ জানুয়ারি সন্ধ্যায় হোটেল হিলটনের হলরুমে অনুষ্ঠিত হয় গ্র্যান্ড গালা ডিনার।
এম এ মালিক আহাদ ও মুজাহিদ খান ডি এল এর প্রাণবন্ত উপস্থাপনায় প্রথম পর্বে ছিল আলোচনা সভা। পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন হাফিজ আতিক চৌধুরী।বিবিসিসিআই এর ডিরেক্টর ও নর্থ ওয়েস্ট রিজিয়নের প্রেসিডেণ্ট মিজানুর রহমান মিজানের স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন সেন্ট্রাল প্রেসিডেণ্ট সাইদুর রহমান রেনু,সাবেক প্রেসিডেণ্ট শাহগীর বখত ফারুক, সাবেক প্রেসিডেণ্ট বশির আহমেদ, ডিরেক্টর ও নর্থ ইস্ট রিজিয়নের প্রেসিডেণ্ট মাতাব মিয়া, ভাইস প্রেসিডেণ্ট কাউন্সিলার জাহাঙ্গীর হক, ডিরেক্টর গেস্ট স্পিকার ড. সানাওয়ার চৌধুরী, ডিরেক্টর আবদুল হামিদ চৌধরী, ম্যানচেস্টার সিটি কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলার লুৎফুর রহমান ও কাউন্সিলার জিম ফিজপ্যট্রিক প্রমুখ।
আলোচনায় বক্তারা ব্রিটিশ-বাংলাদেশী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ব্রিটেনে বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্যর প্রসার উন্নতি ও অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করেন। বাংলাদেশী বর্তমান প্রজন্মকে এই ক্ষেত্রে আত্মনিয়োগ করানোর উপর গুরুত্ব আরোপ করে এর সম্ভাবনাকে গতিশীল করতে সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে এম্পায়ার স্যুট,গ্লোবাস লিঃ, এসএম ক্যাশ এণ্ড ক্যারি, নেক্সাস লার্নিং, রেশমা টেকওয়ে, M1 লিঃ, শাহজালাল সার্ভিসেস ও মেঘনা গ্রিল লিঃ এর স্বত্বাধিকারীদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এরপর প্রশ্নোত্তর পর্বে ব্যরিস্টার লুৎফুর রহমান, গিয়াস উদ্দীন, শাহেদ মালেক, রাসেল হোসেন, মোঃ শামসুল আরেফিন, বিবিসিসিআই এর ডিরেক্টর রফিক হায়দার, ডিরেক্টর এ এইচ নুরুজ্জামান, আবদুল আহাদ,জাকি মোস্তফা ও ডিরেক্টর আতাউর রহমান কুটি অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে মডারেটরের দায়িত্ব পালন করেন মুজাহিদ খান ডি এল।