ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

ভারতকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ ব্যবধানে হারায় সাইফুল বারী টিটুর দল। আজ দ্বিতীয় ম্যাচে ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামে টাইগ্রেসরা। যেখানে শক্ত প্রতিপক্ষ ভারতকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।

আজ কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্টেডিয়ামে একচেটিয়া প্রাধান্য রেখে খেলেছে বাংলাদেশ। হাইলাইন ডিফেন্স করে ভারতকে শুরু থেকে চেপে ধরে রাখার প্রবণতা ছিল। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুদলের খেলা শুরু হলেও ৯ মিনিটের মধ্যে লিড পেয়ে যায় বাংলাদেশ। আলপি আক্তারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। তবে ৫৪ মিনিটে ভারতের আনুশকা কুমারীর গোলে সমতায় ফিরে ভারত।