সিলেটে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ যুবক আটক

সিলেটে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ২৫ বস্তা ভারতীয় চিনিসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের আফজাল হোসাইন মাসুম (২১) ও ইয়াসিন আহমেদ (১৯)।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান গণমাধ্যমকে বলেন, পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। আটক দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।