ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয়ের পর সবাই ভেবেছিল ওয়ানডে সিরিজেও প্রতিদ্বন্দ্বিতা করবে ক্যারিবিয়ানরা। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের মাধ্যমে টানা ১২টি ওয়ানডে ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করেছিল অজিরা। তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের পাত্তায় দেয়নি মাইটি অস্ট্রেলিয়া। মাত্র ৭ ওভারেই ম্যাচ জিতেছে স্মিথরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৬ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। জবাব দিতে নেমে ৪৩ ওভার ১ বলে এবং আট উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
ক্যারিবীয়ানদের অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালাতে শুরু করেন দুই ওপেনার জ্যাকে ফ্রেজার ম্যাকগ্রার্ক ও জস ইঙ্গলিস। ১৮ বলে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে যান ম্যাকগ্রার্ক। আলজারি জোসেফের বলে গুদাকেশ মতির হাতে ক্যাচ হন তিনি।
১৬ বলে ৩৫ রানের মারকুটে ইনিংস খেলে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ইঙ্গলিস। তার সঙ্গে ৬ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক স্টিভ স্মিথ।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৬০ বলে ৩২ রান করেন অ্যালিক অ্যাথানিজে। ১২ রান করেন রস্টন চেজ। অস্ট্রেলিয়ার হয়ে ২১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন জাভিয়ার বার্টলেট।