সিলেটে আ গু নে দ্ব-গ্ধ হয়ে তরুণের মৃ ত্যু

সিলেটে আ গু নে দ্ব-গ্ধ হয়ে তরুণের মৃ ত্যু

সিলেটের বিশ্বনাথ আগুনে দ্বগ্ধ হয়ে এক তরুণ ঢাকায় হাসপাতালে মারা গেছেন। 

রোববার (৬ জুলাই) ভোরে তিনি মারা যান।

নিহত খালেদ আহমদ (২১) বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের লালা মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, খালেদ আহমদ গাড়ির ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতেও কাজ থেকে ঘরে ফিরে তিনি খাবার শেষে তার কক্ষে শুয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ খালেদের চিৎকার শুনতে পান পরিবারের লোকজন গিয়ে দেখেন খালেদের শরীরে আগুন জ্বলছে। এক পর্যায়ে শরীরে আগুন নিয়ে খালেদ পুকুরের পানিতে ঝাপ দেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সনিয়ে আসেন এবং পরে উন্নত চিকিসার জন্য ঢাকায় নিয়ে গিয়ে একটি হাসপাতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৬ জুলাই) ভোরে মারা যান। 

এ মৃত্যুকে পুলিশ দুর্ঘটনা বললেও স্থানীয় লোকজনের বক্তব্যে দেখা দিয়েছে রহস্য। স্থানীয় অনেকে বলছেন- খালেদ নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়েছেন। কারণ- খালেদের কক্ষে বা কোনো আসবাবপত্রে আগুন লাগেনি। 

তবে এ বিষয়ে তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন- প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি একটি দুর্ঘটনা। খালেদ গাড়ি মেরামতের কাজ করতেন, শরীরে মবিল লাগানো ছিলো, সিগারেটের আগুন থেকে শরীরে আগুন লেগে যেতে পারে। বিষয়টির তদন্ত করছে পুলিশ।