সিলেটে এবার ৫ দফা ধর্মঘটের সময় বাড়লো

সিলেটে ৫ দফা দাবিতে শ্রমিকদের আন্দোলন এবার ৪৮ ঘন্টা থেকে বাড়িয়ে ৭২ ঘন্টা করেছেন শ্রমিকরা। রোববার (৬ জুলাই) নতুন সিলেটকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া।
জানা যায়, গতকাল শনিবার(৫ জুলাই) ভোর থেকে সিলেটে শুরু হয় পণ্যবাহি পরিবহন ধর্মঘট যার মধ্যে শুরুতে ৫ দফায় সিলেটের জেলা প্রশাসক অপসারণের দাবি উঠলেও শেষ পর্যন্ত সেই দাবি থেকে সরে এসেছেন শ্রমিকরা। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেটের সব পাথর কোয়ারি চালু করা, ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ।
সরেজমিনে সিলেট নগরের বেশ কিছু কাচা বাজার ঘুরে দেখা যায় অনেকটা ঢিলেঢালা ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। তবে ধর্মঘট ঢিলেঢালা হলেও পণ্য বিক্রি করা কাচামাল ও ফল ব্যবসায়ীদের মাথায় হাত দেখা যায় যেখানে দুই দিন থেকে সিলেটের কোথাও সঠিক সময়ে যাচ্ছেনা এসব পণ্য।
এ বিষয়ে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া নতুন সিলেটকে বলেন, আমরা শুরু থেকে ৫ দফা দাবি দিয়ে এসেছি। এই দাবিগুলো বাস্তবায়ন না হলে আরোও কঠোর কর্মসূচি দেবো সাথে জেলা প্রশাসকের অপসারন চাইবো। বর্তমানে ৪৮ ঘন্টা থেকে বাড়িয়ে আমরা ৭২ ঘন্টার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছি।