মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অমরাবতির বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত

মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অমরাবতির বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত

সম্প্রতি মোহাম্মদ আহমদ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে অমরাবতির বৃক্ষরোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কেন্দ্রীয় কিডনী ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার আব্দুস সালাম বীর বিক্রম।
সুমন বিন বাসিত ও কামরুজ্জামান বাবু‌র সার্বিক তত্তাবধানে অনুষ্টিত বৃক্ষরোপন কার্যক্রমে উপস্থিত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এছাড়া সংশ্লিষ্ট সকলের সহায়তা এবং প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণের মাধ্যমে অমরাবতির সবুজের অভিযান এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।