পাইলটিয়ান এ্যালামনাই ইউকে’র উদ্যোগে পাইলটিয়ান ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত
গত ৩রা ডিসেম্বর মংগলবার যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সরকারি পাইলট স্কুলের সাবেক ছাত্রদের সংগঠন পাইলটিয়ান এ্যালামনাই ইউকে’র উদ্যোগে পাইলটিয়ান ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়।
এতে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করেন । ডেগেনহামের ইউনাইটেড লেজার পারসোলস পার্কে অনুষ্ঠিত এই ফুটবল টুর্নামেন্টে সর্বমোট ৭ টি দল অংশগ্রহণ করে। প্রাক্তন খেলোয়াড়দের উপস্হিতি এই টুর্নামেন্টে বাড়তি মাত্রা যোগ করে। মুখরিত হয়ে উঠে প্রাক্তন পাইলটিয়ানদের পদচারণায়।
উল্লেখ্য ১৯৭৮ ব্যাচ থেকে শুরু করে ২০১৮ ব্যাচের সাবেক ছাত্রদের অংশ গ্রহণ পাইলটিয়ান পরিবারকে আরো আনন্দময় করে তুলে। খেলার অন্যতম আকর্ষণ ছিলো সাবেক তারকা ফুটবল খেলোয়াড়দের অংশগ্রহণ।
চূড়ান্ত খেলায় পাইলটিয়ান লিজেন্ড ‘৯৯ ১-০ গোলে পাইলটিয়ান গ্লোরিয়ার্স কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন সাবেক পাইলটিয়ানবৃন্দ। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা বাবলা, সেরা খেলোয়াড় ডায়মন্ড ও সেরা গোলকিপার হেলাল কে পুরস্কৃত করা হয়।
দ্বিতীয় পর্বে ছিল পাইলটিয়ান শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।এতে সংগীত পরিবেশন করেন আম্বিয়া, রিংকু সিনহা, মাহিন , নাঈম ও সায়েক সব আরো অনেকে। পাইলটিয়ান এ্যালামনাই ইউকে’র পক্ষ থেকে যারা পৃষ্টপোষকতা ও সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সেই সাথে আগামী বছর বড় পরিসরে খেলাধুলার অয়োজন করার আশাবাদও ব্যক্ত করা হয়।