সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসা ভাঙচুর-অগ্নিসংযোগ

মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নগরের ৭নং ওয়ার্ডের অন্তর্গত পীরমহল্লার বাসায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় ২৪/২৫টি মোটরসাইকেল যোগে আসা যুবকরা আফতার হোসেন খানের বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। প্রতিবেশীরা আগুণের ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনে বাড়িটির টিনশেডের একটি ঘরের কয়েকটি কক্ষ পুড়ে যায়।
খবর পেয়ে নগরের তালতলা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সিলেটের উপ পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, আগুনে বাড়ির কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা হয়নি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই সময় থেকে আত্মগোপনে স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা আফতাব হোসেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তিনি পালিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ ছাত্র-জনতা কয়েক দফায় আফতাব হোসেন খানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।