মৌলভীবাজারে শটগানের গুলিতে আহত ২০

মৌলভীবাজারে শটগানের গুলিতে আহত ২০

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ এবং ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন, গোরারাই গ্রামের আফজল মিয়ার ছেলে জমির ও তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান। এছাড়া হলিমপুরের ফজলু, মুফাচ্ছির ও জগলুসহ ২০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হলিমপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে মছনু মিয়া ও তার ছোট ভাই রিপন মিয়ার মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই আজকের এ সংঘর্ষ। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাত সাড়ে ৯টা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

মৌলভীবাজার মডেল থানার ওসি এ কে এম নজরুল ইসলাম বলেন, দুই ভাইয়ের মধ্যে সম্পদ নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। অভিযান চালিয়ে রিপন মিয়ার বাড়ি থেকে একটি লাইসেন্সধারী শট গান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।