বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন ইউনূস

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরতে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। দুবাই থেকে ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তবর্র্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।”

সন্ধ্যায় ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক হয় বঙ্গভবনে। বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকও উপস্থিত ছিলেন।