সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের নামাজ অনুষ্ঠিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন মুসল্লিরা। বুধবার সকাল ৭টায় সার্কিট হাউস এলাকায় অনুষ্ঠিত এই ঈদের জামাত হয়।
এ ঈদের জামাতের ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী। এতে শতাধিক মুসল্লি (নারী-পুরুষ) অংশ নেন। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ইমাম আবদুল মাওফিক চৌধুরী জানান, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করা হচ্ছে।
জানা গেছে, দীর্ঘ ১৫ বছর ধরে এ মৌলভীবাজারের সার্টিক হাউস এলাকায় এ জামাত হয়ে আসছে।