সিলেটে এসএসসিতে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে

মাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষায় (এইচএসসি) সিলেট বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। গত বছর সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৮৫.৩৯ শতাংশ। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ৬ হাজার ৬৯৮ জন।
এবার বোর্ডের অধীনে ১ লাখ ৩ হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭০ হাজার ৯১ জন।
এবার জিপিএ ৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ এবং মেয়ে ১ হাজার ৮২৩ জন।
পরিক্ষায় ছেলেরা ৪২ হাজার ৪৭ জন রেজিস্ট্রেশন করলেও ৪১ হাজার ৮০৪ জন অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৬৮৪ জন এবং মেয়েরা ৬০ হাজার ৯৬৬ জন রেজিস্ট্রেশন করে ৬০ হাজার ৪১৫ পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪১ হাজার ৪০৭ জন। ছেলেদের পাসের হার
বৃহস্পতিবার (১০ জলাই) বেলা ২ টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসার মো. আনোয়ার হোসেন চৌধুরী।
বোর্ডের তথ্য মতে, এবার বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৮০৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করে ১৮ হাজার ৪৪২ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৭ শতাংশ।
মানবিকে ৭০ হাজার ৯৭৪ জন অংশ নিয়ে পাস করে ৪৫ হাজার ৯২৪ জন। পাসের হার ৬৪ দশমিক ৭১ শতাংশ এবং ব্যবসায় ৭ হাজার ৪৪০ জন অংশ নিয়ে পাস করেছে ৭৬ দশমিক ৯৫ শতাংশ।
বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৫৮৩ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৭১৬ জন, মানবিকে সর্বাধিক ৫৬ হাজার ২০৭ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৮ হাজার ৩১৯ জন এবং ব্যবসা শিক্ষায় ১১ হাজার ৩৭৫ জন অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৯৭৭ জন।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১ জন। এরমধ্যে ছেলে ১ হাজার ৭৪১ জন এবং মেয়ে ১ হাজার ৬৭০ জন। মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১৯ জন। এর মধ্যে ছেলে ২২ এবং মেয়ে ৮৭ জন এবং ব্যবসায় ৯৪ জনের মধ্যে ছেলে ২৮ এবং মেয়ে ৬৬ জন।