লন্ডনে গাজার পক্ষে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৬৬
লন্ডনে গাজার সমর্থনে বিক্ষোভ সমাবেশ করেছেন প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ নামের একটি সংগঠন। সেখানে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। ওই সমাবেশ থেকে ৪৬৬ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। গণমাধ্যমটি বলছে, একক কোনো সমাবেশ থেকে এটিই সর্বোচ্চ সংখ্যক গ্রেপ্তারের ঘটনা। শনিবার লন্ডনের পার্লামেন্ট স্কয়ারের সামনে জড়ো হন শত শত মানুষ। গাজায় গণহত্যাসহ সব রকমের হামলা বন্ধের দাবি জানায় তারা। কারও কারও হাতে ‘আমি গণহত্যাবিরোধী। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’- লেখা প্লাকার্ড দেখা যায়। বলে রাখা ভালো সম্প্রতি লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করেছে বৃটেন সরকার। এই গ্রুপের সমর্থনে যেকোনো সমাবেশ বেআইনি বলে রায় দিয়েছে দেশটির আদালত। তবে এ রায় অবৈধ বলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে গ্রুপটির নেতারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা সড়কে বসে বিক্ষোভ করছেন এবং গাজা থেকে থাবা সড়াও বলে স্লোগান দিচ্ছেন। ভিডিওতে বিক্ষোভকারীদের পুলিশের কাছ থেকে পালাতে দেখা যায়। তখন তারা বলেন, শেইম অন ইউ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক্সের এক পোস্টে নিশ্চিত করেছেন যে ৪৬৬ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় রাত ৯টায় পার্লামেন্ট স্কয়ারের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। তাদের তরফে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে আটজনকে অন্য কারণে গ্রেপ্তার করা হয়েছে। যাদের পাঁচজন পুলিশের সঙ্গে অশোভন আচরণের জন্য আটক হয়েছেন।
বিক্ষোভের আয়োজনকারী গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস নামের এক্স অ্যাকাউন্টে বলেছে, বিক্ষোভে প্ল্যাকার্ড নিয়ে প্রায় ৮০০ জন অংশগ্রহণ করেন। যার অর্ধেকের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। একক বিক্ষোভ থেকে পুলিশ কর্তৃক এটাই বৃহত্তম গণগ্রেপ্তার। এতে আরও বলা হয়েছে, জনগণ সম্মিলিতভাবে গাজায় পরিচালিত গণহত্যা এবং প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। জুলাই মাসে সন্ত্রাসবাদ আইন ২০০০ এর অধীনে প্যালেস্টাইন অ্যাকশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে বৃটেন সরকার। যার কড়া নিন্দা জানিয়ে ধারাবাহিক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যাচ্ছে সংগঠনটি। জুনে এই গ্রুপের সদস্যরা একটি সামরিক বিমানঘাঁটিতে প্রবেশ করে দুটি বিমানের ক্ষতি করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

