লন্ডন- সিলেটগামী ফ্লাইটে যাত্রীর ঘুষি, মনিটরের ক্ষতি ১১ লাখ টাকার

লন্ডন থেকে সিলেটগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে এক মদ্যপ যাত্রীর বেপরোয়া আচরণে বড় ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযুক্ত যাত্রী মো. শওকত আলী বিমানের ভেতরে ঘুষি মেরে ভেঙে ফেলেছেন একটি উন্নত প্রযুক্তির মনিটর, যার মূল্য প্রায় ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই বিমান কর্তৃপক্ষ ওই যাত্রীকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ১১ লাখ ১০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন।
ফ্লাইট চলাকালীন সময়েই শওকত আলী বিমানের অন্যান্য যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তিনি গালিগালাজ ও মারমুখী আচরণে লিপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানের ক্রু সদস্যরা তাকে আসনের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখতে বাধ্য হন। কিন্তু এরপরও তিনি নারী কেবিন ক্রুদের প্রতি অশ্লীল ভাষায় গালিগালাজ চালিয়ে যেতে থাকেন।
সবচেয়ে গুরুতর ঘটনা ঘটে যখন তিনি বিমানের ২৭-সি নম্বর সিটে বসে থাকা অবস্থায় হঠাৎ ঘুষি মেরে সামনে থাকা মনিটরটি ভেঙে ফেলেন। মনিটরটির দাম ধরা হয়েছে ১১ লাখ টাকারও বেশি।
এ তথ্যটি নিশ্চিত করে বলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ, “অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় তারা ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে এবং শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।