ওসমানীনগরে সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতি

ওসমানীনগরে সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতি

সিলেটর ওসমানীনগরে সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রধারী ডাকাতরা ২২জন পথচারীদের অস্ত্রেরমুখে জিম্মি করে মোবাইল ও টাকা চিনিয়ে নেয়। ডাকাতদের হামলায় গুরুতর আহত হন বালাগঞ্জ উপজেলার নাসিয়ারপুর গ্রামের পাবেল আহমদ (২০)। 


শনিবার রাত ১টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার গোয়ালাবাজার-বালাগঞ্জ সড়কের গোয়ালাবজারের পূর্বে কালাসারা হাওরের ব্রীজের উপর এই ডাকাতির ঘটনা ঘটে।


জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে গোয়ালাবাজারের ব্যবসায়ী ও কিছু মানুষ ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ওসমানীনগর উপজেলার নতুন হাসপাতালের কাছে কালাসারা হাওর পাড়ে ব্রিজের কাছে কয়েকটি বাঁশ দিয়ে ডাকাত দল ব্যারিকেড সৃষ্টি করে। পথচারি ও অটোরিকশা আটক করে দাঁড়ালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে জিম্মি করে তাদেরকে কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায়। এসময় ডাকাতদের হামলায় আহত হন নসিয়ারপুর গ্রামের পাবেল আহমদ, ফয়জুল ইসলাম, হস্তিদুর গ্রামের দিলওয়ার হোসেনসহ অনন্ত ২২জন।


সর্বশেষ ডাকতদের হামলার শিকার হন যুবক পাবেল আহমদ। এসময় তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করেন এবং মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে জানান। ডাকাতরা তাকে দাড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। ডাকাত আতংকের খবর মসজিদের মাইকে ঘোষণা দিলে হস্তিদুর ও নসিয়ারপুর গ্রামের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আটককৃত পথচারীদের হাতের বাঁধ খুলেন এবং গুরুতর আহত পাবেল মিয়াকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। তার মাথায় মারাত্মক জখম রয়েছে। এসময় ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়। 


খবর পেয়ে  রাত সাড়ে ৩টার দিকে ওসমানীনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। 


পাবেল আহমদ, দিলওয়ার মিয়া ও আরামীন জানান, আমরা বাজার থেকে যাওয়ার পথে প্রায় ১০ জন ডাকাত আমাদেরকে অস্ত্রের মুখ জিম্মি করে সব কিছু নিয়ে যায়। আমাদের পথচারি অনুমানিক ২২ জন লোককে আটক করে। এ সময় ডাকাতরা বলে। নড়াচড়া করবে না। ২০ লাখ টাকা নিয়ে আসছে তাকে আমরা ধরবো। আমাদের সকলের টাকা মোবাইলসহ সব কিছু নিয়ে গেছে।


এব্যাপারে স্থানীয় নসিয়ারপুর গ্রামের আরাউদ্দিন রিপন ও হস্তিদুর গ্রামের আব্দুল হামিদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করি। ডাকাতরা পালিয়ে যায়। আমরা এই ডাকাতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।


এব্যাপারে ওসমনানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, ডাকাতির ঘটনা জানি না। তবে মোটরসাইকেল আরোহি কয়েকজন পথচারির কাছ থেকে মোবাইল টাকা পয়সা চিনিয়ে নিয়ে যায় এরকম শুনেছি। কেউ কোন অভিযোগ দেয়নি। তবে এব্যাপারে আমরা কাজ করছি অপরাধীদেও আটক করতে।