বিসিএলে এবার খেলা হবে গোলাপি বলে

বিসিএলে এবার খেলা হবে গোলাপি বলে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক চারদিনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে গোলাপি বল ব্যবহারের পরিকল্পনা করছে। মে মাসে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ক্রিকেটারদের জন্য খেলাধুলার পরিবেশ আরও সহনীয় হয়।  

বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করছি। আমরা এবার কিছু ভিন্ন করতে চাই, কারণ টুর্নামেন্টটি মে মাসে অনুষ্ঠিত হবে, যখন গরম একটি বড় বিষয় হবে। যেহেতু আমরা গোলাপি বল ব্যবহার করার পরিকল্পনা করছি, তাই এমন টেস্ট ভেন্যুতে খেলতে হবে যেখানে ফ্লাডলাইট কোনো সমস্যা হবে না।’  

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে গোলাপি বল ব্যবহারের ঘটনা অবশ্য এবারই প্রথম হবে না। এর আগে ২০১৩ সালে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলের ফাইনালে সেন্ট্রাল জোন ও নর্থ জোনের মধ্যে গোলাপি বলে খেলা হয়েছিল।  

বাংলাদেশে লাল বলের ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ বিসিএল চলমান ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরপরই শুরু হবে। গরম থেকে রেহাই পাওয়া তো আছেই, বিসিবি এবারের বিসিএলে গোলাপি বল ব্যবহারের মাধ্যমে দেশে আরও বেশি দিন-রাতের ৪-৫ দিনের ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে চায়। যাতে করে টেস্ট ক্রিকেটের গ্লোবাল ট্রেন্ডের সঙ্গে তাল মেলাতে পারে বিসিবি।  

এর আগে বিসিএল মাঠে গড়াত বছরের শেষ দিকে, শীতকালে। তবে এই প্রথমবারের মতো বিসিএল গ্রীষ্মের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে টুর্নামেন্টটি সাধারণত ডিসেম্বর মাসে শীতের সময়ে আয়োজন করা হতো। তবে এবার থেকে বিসিবি সেই সময় বরাদ্দ করেছে নতুনভাবে চালু হওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য। ফলে বিসিএলকে এপ্রিল-মে মাসে নিয়ে আসা হয়েছে।