সিলেটে অভিযানে বিদেশি মদসহ যুবক আটক

সিলেটে অভিযানে বিদেশি মদসহ যুবক আটক

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

আটককৃত ব্যক্তির নাম মনির আহমেদ (২৮)। তিনি উপজেলার দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর পুত্র। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের মাহুতহাঁটি নামক এলাকায় অভিযানে নামে পুলিশ। রাত সোয়া ৯টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের পিকআপে তল্লাশি চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদসহ মনিরকে আটক করে।

পুলিশ জানায়, জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। 

এ তথ্যটি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।