ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের সুপারিশ

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের সুপারিশ

১৫ বছরের কম বয়সী শিশুদের পুরোপুরি সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরত রাখা উচিত এবং ১৫ থেকে ১৮ বছরের কিশোর-কিশোরীদের জন্য রাতে ‘ডিজিটাল কারফিউ’ চালু করা উচিত। ফ্রান্সের একটি সংসদীয় কমিটি বৃহস্পতিবার ফ্রান্সে ১৫ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের সুপারিশ করেছে।

কমিটির আইনপ্রণেতারা কয়েক মাস ধরে পরিবারের সদস্য, সোশ্যাল মিডিয়া কম্পানি ও ইনফ্লুয়েন্সারদের সাক্ষ্য শুনার পর এই সুপারিশগুলো একটি প্রতিবেদনে উপস্থাপন করেছেন। রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাখোঁর কার্যালয়ও শিশু-কিশোরদের জন্য নিষেধাজ্ঞা চান।

  এর আগে গত বছর অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য এমন আইন প্রণয়নের খসড়া তৈরি করেছিল।
কমিটির প্রধান আর্থার ডেলাপোর্ট এএফপি-কে জানিয়েছেন, তিনি জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকের বিরুদ্ধে ‘ব্যবহারকারীদের জীবন ঝুঁকিতে ফেলার’ অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করবেন।

২০২৪ সালে সাতটি পরিবার টিকটকের বিরুদ্ধে মামলা করার পর গত মার্চে এই কমিটি গঠন করা হয়েছিল। প্ল্যাটফর্মের মানসিক প্রভাব নিয়ে তদন্ত করছে এই কমিটি।

প্রধান প্রতিবেদক লর মিলার জানিয়েছেন, ‘টিকটকের আসক্তি সৃষ্টি করা নকশা এবং অ্যালগরিদম অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নকল করা হয়েছে।’
তবে টিকটক জানিয়েছে, ‘তরুন ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার।’ তবে কমিটির প্রধান ডেলাপোর্ট বলেছেন, ‘প্ল্যাটফর্মটি খুব ভালো করে জানে কী ভুল হচ্ছে, তাদের অ্যালগরিদম সমস্যা তৈরি করছে এবং ব্যবহারকারীদের বিপদে ফেলার ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করছে।’

১৮ বছর বয়সী এক মেয়ে আত্মহত্যা করার পর তার মা জেরালডাইন এএফপিকে বলেছেন, ‘গত বছর আমার মেয়ের মৃত্যুর পর টিকটকে তার প্রকাশিত কিছু ভিডিও দেখেচি।

ভিডিওগুলো তার নিজের ক্ষতি করেছে। টিকটক আমাদের মেয়েকে হত্যা করেনি, কারণ সে কোনো অবস্থাতেই সুস্থ ছিল না। তবে টিকটক অনলাইন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং আমার মেয়েকে আরো গভীর অন্ধকার প্রবৃত্তির দিকে ঠেলে দিয়েছে।’
চীনা কম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটকের নির্বাহীরা কমিটিকে জানিয়েছেন, অ্যাপটি কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে সব তদারকি করে থাকে। গত বছর ফ্রান্সে নিয়মনীতি ভেঙে বানানো ৯৮ শতাংশ কনটেন্ট ধরেছে তারা।

তবে আইনপ্রণেতাদের কাছে এই প্রচেষ্টা যথেষ্ট মনে হয়নি এবং তারা জানান, টিকটকের নিয়ম ‘সহজেই এড়িয়ে যাওয়া যায়।’
কমিটি আরো জানায়, ক্ষতিকর কনটেন্ট অ্যাপে ছড়িয়ে গেছে এবং টিকটকের অ্যালগরিদম তরুণ ব্যবহারকারীদের এমন কনটেন্টের চক্রে প্রবেশ করাচ্ছে।

কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী তিন বছরের মধ্যে সমস্ত প্ল্যাটফর্ম যদি ইউরোপীয় আইন মানতে ব্যর্থ হয়, তবে ১৫ বছরের কম শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ ১৮ বছরের কম সকলের জন্য সম্প্রসারিত হতে পারে।

১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য ‘ডিজিটাল কারফিউ’ অনুযায়ী, রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সোশ্যাল মিডিয়া তাদের জন্য নিষিদ্ধ করা হবে।

সূত্র : এএফপি