ইসরায়েলি সংশ্লিষ্টতার প্রতিবাদ করায় মাইক্রোসফটের চার কর্মী বরখাস্ত

দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকা ও ইসরায়েলি সেনাবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে মাইক্রোসফট। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী বর্বর গণহত্যা চালানোয় এ সংশ্লিষ্টতার প্রতিবাদ জানিয়েছেন কোম্পানিটির অনেক কর্মী। কিন্তু তাদের মধ্যে চারজনকে বরখাস্ত করেছে মাইক্রোসফট।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, বরখাস্ত হওয়া কর্মীরা মাইক্রোসফটের অফিসে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। যারমধ্যে দুজন কোম্পানির প্রেসিডেন্টের অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে ছিলেন।
বিক্ষোভকারীদের গ্রুপ ‘নো এ জুর ফর অ্যাপার্থেইড’ এক বিবৃতিতে বলেছে, অ্যানা হ্যাটেল এবং রিকি ফামেলি নামে দুজনকে ভয়েসমেইলের মাধ্যমে জানানো হয় তাদের বরখাস্ত করা হয়েছে। এরপর গতকাল বৃহস্পতিবার নিসরিন জারাদাত এবং জুলিয়াস শান আরও দুজনকে বরখাস্ত করা হয়।
দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন ও তাদের কোনো ধরনের সেনা না দিতে মাইক্রোসফটের অনেক কর্মী আন্দোলন করছেন। তারা কোম্পানির ভেতরে তাঁবু গেড়ে অবস্থান নেন।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে মাইক্রোসফট। যা কোম্পানিটির কর্মীরাই ফাঁস করেছেন। এক কর্মী মাইক্রোসফটের প্রেসিডেন্টকে সবার সামনে এ নিয়ে জেরা করে চাকরি হারিয়েছিলেন।
যেসব কর্মীই মাইক্রোসফটের বিরুদ্ধে গেছেন তাদের সরাসরি বরখাস্ত করা হয়েছে।
সূত্র: আলজাজিরা