সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই পণ্য

সিলেটে একের পর এক ধরা পড়ছে ভারতীয় চোরাই পণ্য

সিলেটে চোরাচালান কোনোভাবেই বন্ধ হচ্ছে না। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই বিপুল অর্থের ভারতীয় চোরাই পণ্য ঢুকছে অবাধে।

সোমবার (১১ নভেম্বর) রাতে সিলেট সীমন্তবর্তী এলাকা গোয়াইনঘাট উপজেলার পরতাবপুর-বিএপিসহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাচালানবিরোধী  পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী- ৪০৩ পিস, সাগ্লাস ২০৪১ পিস ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী ৩টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য জব্দ করা হয়।

এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক ৬৪ লাখ ২৪ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।  

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, জব্দ করা ভারতীয় চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া হবে। এছাড়া সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।