সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি ক্যাম্পের ভাঙাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা কিতাব আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিরাতের ন্যায় শুক্রবার রাত ১টার দিকে ভারতের মেঘালয় রাজ্য এলাকায় চোরাই পথে গরু আনতে যায় শফিকুল ইসলাম। ভারতের অভ্যন্তরে গরু চোরাচালানের সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। পরে লাশ রেখে বিএসএফ চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, উপজেলার বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানায়, দোয়ারাবাজার উপজেলা সীমান্তে গরু চোরাচালান আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে। এতে প্রায়ই বিএসএফের পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে গত ১০ এপ্রিল দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের শিলং জেলার মোশাররম থানার নথরাই পুঞ্জি এলাকায় সুপারি চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে কুটি মিয়া নামে (৫০) চোরাকারবারি নিহত হয়। তিনি দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া মোকামছড়া গ্রামের বাসিন্দা।