দক্ষিণ আফ্রিকায় ফ্রিজ থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

দক্ষিণ আফ্রিকায় কাজী মহিউদ্দিন পলাশ (৩৩) নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ ফ্রিজ থেকে উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রবাসীরা।
নিহতের বড় ভাই কাজী সালাউদ্দিন মাসুম জানান, জীবিকার তাগিদে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় যান পলাশ। পরে উইটব্যাংক এলাকায় ব্যবসা শুরু করেন তিনি। দীর্ঘ প্রায় ১০ বছর পর দেশে ফিরে বিয়ে করেন এবং এক বছর আগে আবারও আফ্রিকায় যান। তার তিন বছর ও এক বছরের দুটি ছোট ছেলে সন্তান রয়েছে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষ্যে ১৪ বছর আগে পলাশ আফ্রিকা যান। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোক নেমে এসেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।