সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধের হুঁশিয়ারি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টিলাগাঁও স্টেশন পুনরায় চালু করা এবং সিলেটবাসীর ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন আয়োজন করে টিলাগাঁও ইউনিয়নের সর্বস্তরের মানুষ এবং ৮ দফা দাবি বাস্তবায়ন পরিষদ।
টিলাগাঁও সিরাজাম মুনিরা মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আল আমিন এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ৩ বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। এছাড়া আন্দোলনের নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তৃতা দেন।
সভায় বক্তারা বলেন, দুই জোড়া স্পেশাল ট্রেন চালু এবং ৮ দফা দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ২৫ অক্টোবর থেকে সিলেট বিভাগজুড়ে রেলপথ অবরোধ করা হবে। বক্তারা আরও বলেন, সড়কপথ উন্নয়নের নামে রেলপথকে অচল করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে।
উল্লেখ্য, সিলেট নিয়ে রেলওয়ের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ইতোমধ্যেই কুলাউড়া, সিলেট, শ্রীমঙ্গল ও ভাটেরা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এই আন্দোলন চালিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।