সিলেট জেলা ছাত্রদলের সম্পাদক দিনার কারাগারে
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনারকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে দেলোয়ার হোসেন দিনার সহ ১৬ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এছাড়া বাকীদের জামিন মঞ্জুর করেন।
এসব তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, গত বছরের নভেম্বরে দায়ের করা ওসমানীনগরের একটি রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। আজ (বৃহস্পতিবার) ছিলো তার জামিনের মেয়াদের শেষ দিন। তিনি আজ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দিনারের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।