সিলেটে ফুলেল শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের সর্বস্তরের মানুষের স্মরণ
সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করলো সর্বস্তরের মানুষ। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে নগরের চৌহাট্টা সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
জাতীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এদিন সকাল থেকে শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধা জেলা ও মহানগর কমান্ডের নেতারা, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, বিএনপি, এসএমপি কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, আনসার ও ভিডিপি, জেলা পরিষদ, সিভিল সার্জন, বন বিভাগ, লিডিং ইউনিভার্সিটি, সদর উপজেলা পরিষদ এবং সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা।
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। এর ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরের চৌহাট্টা সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।