খরুচে বোলিংয়ের পরও সেরার তালিকায় মোস্তাফিজ

খরুচে বোলিংয়ের পরও সেরার তালিকায় মোস্তাফিজ

স্লো উইকেট ছাড়া খুব একটা কার্যকর নয় মোস্তাফিজুর রহমানের বোলিং। ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাইয়ে একাদশে কাটার মাস্টারের সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবু বাঁহাতি এ পেসারের ওপর ভরসা ছিল ফ্র্যাঞ্চাইজিটির। কিন্তু সেই ভরসার প্রতিদান দিতে পারলেন না মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ১ উইকেট নিলেও রান খরচ করেন ৫৫টি। যা চলতি আসরে তার সবচেয়ে বেশি খরুচে বোলিং। মুম্বাইয়ের ইনিংসের পাওয়ার প্লের দুই ওভারে দেন ২৩ রান। আর ১৭তম ওভারে টিম ডেভিডকে সাজ ধরে ফেরালেও দেন ১৯ রান। আর ১৯তম ওভারে খরচ করেন ১৩ রান। এর আগে দিল্লির বিপক্ষে ৪৭ রান দিয়ে শিকার করেছিলেন ১ উইকেট। পরিসংখ্যান বলছে, চেন্নাইয়ের বাইরে খরুচে বোলিং করলেও সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার উপরের দিকে আছেন মোস্তাফিজ। এ তালিকায় যৌথভাবে দ্বিতীয়তে আছেন তিনি। ১১ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। ১০টি উইকেট করে নিয়ে জাসপ্রিত বুমরার সঙ্গী মোস্তাফিজ। ইকোনমি রেটে এগিয়ে আছেন মুম্বাইয়ের বুমরা। চলমান আইপিএলে এ পর্যন্ত ১০ বা এর বেশি উইকেট শিকার করেছেন কেবল তিনজন। উইকেটপ্রতি রান খরচের হিসেবেও উপরের দিকে আছেন মোস্তাফিজ। এই তালিকার শীর্ষে চেন্নাইয়ের পেসার মাথিশা পাথিরানা। লঙ্কান পেসার এ পর্যন্ত ৮৮ রানে শিকার করেছেন ৮ উইকেট। অর্থাৎ প্রতি ১১ রানে ডানহাতি এই পেসার শিকার করেন ১ উইকেট। তালিকার পরের নামটি জাসপ্রিত বুমরার। মুম্বাইয়ের এ পেসার উইকেটপ্রতি খরচ করেছেন ১৪.৬০ রান। প্রতি উইকেটের জন্য যুজবেন্দ্র চাহাল খরচ করেন ১৪.৮১ রান। এর পরের নামটি টাইগার পেসারের। একটি উইকেটের জন্য দ্য ফিজ খরচ করেন ১৮.৩০ রান।