সিলেটে পুরো দমে অনুশীলনে জাতীয় দল

সিলেটে পুরো দমে অনুশীলনে জাতীয় দল

মহসিন রনিঃ  সিলেটে টেস্ট ম্যাচকে সামনে রেখে সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। তার উপর স্বাগতিকের তকমা গায়ে নিয়ে মাঠে নামার বাড়তি সুবিধা তো থাকছেই। অনুশীলনের শুরুর দিনে ১০ ক্রিকেটারের অংশগ্রহণ নিজেদের ঝালিয়ে নেয় টাইগাররা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন টাইগার ব্যাটাররা। এদিন নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক মিরাজ লিটনরা। 

অনুশীলনের দুই সেশনেই ঘাম ঝরিয়েছেন মি: ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। এদিন নেটে নাহিদ রানা তাইজুলরা প্রস্তুতি সে্রেছেন পুরো দমে।

এদিকে অভিজ্ঞদের নিয়ে চার বছর পর পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সব শেষ ২০২০ সালে একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংসের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার দুইটি ম্যাচ হবে ঢাকার বাইরে যার মধ্যে প্রকৃতি কন্যা সিলেটে প্রথম টেস্টে শান্তদের মুখোমুখি হবে দলটি । অনুশীলন শেষে টিম হোটেল ফেরার সময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে শান্ত মুমিনুলদের।

সব শেষ চার বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিলো টাইগাররা। এবারো অনুশীলনে পুরো দলের সিরিয়াসনেস আর বডি ল্যাংগুয়েজ তাই বলছে তবে পাঁচ দিনের এই যুদ্ধে কে হাসবে শেষ হাসি সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে শেষ মুহুর্ত পর্যন্ত।