পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আলহাজ্ব মঈন উদ্দিন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটের ওসমানীনগরে আলহাজ্ব মঈনউদ্দিন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মহি উদ্দিন সেলিম এর পরিবারের পক্ষ থেকে এলাকার গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার তাজপুর ইউনিয়নের জাহাপুর ইসলামপুর গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শতাধিক মানুষের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্য।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ওসমানী নগর ভোগ্য পণ্য পরিবেশক সমিতির সভাপতি ময়নুর রহমান, শিক্ষক জাহিদুল আম্বিয়া কার্জন আবুজাফর আল মনছুর,গিয়াস উদ্দিন, শামিম উদ্দিন, নবিদ আলী সেলিম, সজ্জল আহমদ, মল্লিক মিয়া,শাহিন মিয়া,ফরিদ আহমদ প্রমূখ। তারা এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং আলহাজ্ব মঈনউদ্দিন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহি উদ্দিন সেলিম বলেন, আমাদের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করা এবং তাদের মুখে হাসি ফোটানো। আমরা সবসময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।
ফাউন্ডেশনের এই উদ্যোগকে এলাকার মানুষ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন। খাদ্য সামগ্রী পেয়ে তারা খুবই খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।
এই ধরনের কার্যক্রম সমাজের অন্যান্যদেরকেও উদ্বুদ্ধ করবে এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়ে সচেতনতা বাড়াবে বলে মনে করেন বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের পুর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন কদমতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাও আলাউদ্দিন আল হাদী।