দেশে ফিরে যে বার্তা দিলেন নেতাকর্মীদের আরিফুল হক

দেশে ফিরে যে বার্তা দিলেন নেতাকর্মীদের আরিফুল হক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী টানা ১৮ দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন।  

বৃহস্পতিবার (১৫ মে) রাতে নগরের কুমারপাড়ার নিজ বাসভবনে ফিরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন।  

এসময় নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এই সময় সংক্ষিপ্ত বক্তব্যে আরিফুল হক বলেন, 'তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। লন্ডন সফরে দলের প্রধানের সঙ্গে বৈঠকে দল সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়েছে।'

তিনি আরও বলেন, 'কিছু প্রোপাগাণ্ডায় বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচন সামনে রেখে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, অন্তর্বর্তী সরকার রোডম্যাপ ঘোষণা করলে বোর্ড গঠন করে মনোনয়ন দেওয়া হবে।'

এসময় তিনি সিলেট-১ আসনে তারেক রহমান বা তার পরিবারের কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বলেন, 'এতে করে সিলেটবাসীর ১৭ বছরের বঞ্চনার অবসান হবে।'