সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৩ জনকে পুশইন করল বিএসএফ

সিলেট ও সুনামগঞ্জের তিনটি সীমান্ত দিয়ে ৫৩ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার (১৬ জুলাই) ভোর চারটা থেকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্ত এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করা হয়। এ সময় বিজিবির তৎপরতায় পুশ ইন হওয়া ৫৩ বাংলাদেশিকে আটক করা হয়।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) সদস্যরা কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত থেকে ১৯ জন, জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত থেকে ১৩ জন এবং সুনামগঞ্জের নোয়াকোট সীমান্ত থেকে ২১ জন বাংলাদেশিকে আটক করেন।
বিজিবি জানায়, কাজের সূত্রে বিভিন্ন সময়ে তারা ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। পরে রাতের আঁধারে বিএসএফ বাংলাদেশিদের চারটি গ্রুপে বিভক্ত করে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশ ইন করে।
পুশ ইন হওয়া বাংলাদেশিরা যশোর, নড়াইল, সাতক্ষীরা, হবিগঞ্জসহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদের মধ্যে ৩২ জন নারী, ১১ জন পুরুষ এবং ১০ জন শিশু রয়েছে।
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, ভোর চারটা থেকে পুশ ইন শুরু হলে বিজিবি তাদের আটক করে।
প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করেছে বিজিবি।