বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো সিলেট সিটি করপোরেশন

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো সিলেট সিটি করপোরেশন

একাত্তরের মুক্তিযুদ্ধের বীর সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। 

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বেলা ২টায় নগরের ঐতিহ্যবাহী শারদা স্মৃতি ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী বীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিলেট সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। অনুষ্ঠানে সিসিকের কর্মকর্তাবৃন্দ এবং সিলেট নগরের মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি  শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘দেশ মাতৃকা এবং এ দেশের জনগণের মুক্তি এবং স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধারা যে ত্যাগ স্বীকার করেছেন- পৃথিবীর সকল স্বাধীনতাকামী, আন্দোলনকামী, মুক্তিকামী জাতির ইতিহাসে এটি একটি অনন্য উদাহরণ।’ তিনি বলেন, ‘যুগে-যুগে কালে-কালে যখনই কোনো সংকটময় মুহূর্ত আসে ঠিক সেই মুহূর্তে কিছু মানুষ মুক্তির জন্য এগিয়ে আসেন। ধর্ম, বর্ণ, গোত্র পরিচয়ের উর্ধ্বে উঠে তারা মুক্তিকামী মানুষের কাছে সর্বোচ্চ আসন গ্রহণ করেন। আমাদের মুক্তিযোদ্ধারাও তেমনি। তারা জাতির সর্বোচ্চ আসনে আসীন।’ এসময় তিনি দেশের জন্য আত্মোৎসর্গ করা বীর শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 

প্রধান অতিথির বক্তব্যে সিসিকের প্রশাসক আরো বলেন, ‘‘মুক্তিসংগ্রামের অসম্পূর্ণ পথপরিক্রমা সফল করতে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এখনও আমরা দেখছি পরিবর্তনের জন্য আন্দোলন করতে হচ্ছে। রাজপথে রক্ত দিতে হচ্ছে। আমরা চাই এটির একটি পরিসমাপ্তি। আন্দোলন করে যাতে রাজপথে রক্ত দিতে না হয় সে জন্য রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিতরা নতুন প্রজন্মকে নিয়ে কাজ করবেন বলে আমি আশাবাদী।’

সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করলে আমরা অবশ্যই আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আকাঙ্খা পূরণ করতে পারব বলে তিনি মন্তব্য করেন।