সিলেটে সুরমা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার

সিলেটে সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলী দরিয়া শাহ মাজার সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহ উদ্ধার করে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের বয়স আনুমানিক ৪৮ বছর হবে। তাঁর পরণের নীল রংয়ের শার্ট ও বাদামি রংয়ের প্যান্ট, কালো বেল্ট দিয়ে ইন করা অবস্থায় ছিল এবং সঙ্গে মোবাইল সেটও পাওয়া গেছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তাছাড়া নিহতের ঘটনাটি হত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।