সিলেটে বাসায় ডাকাতির চেষ্টা, আটক ১১
সিলেটে আওয়ামীলীগ নেতার বাসায় ডাকাতির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় চারটি মোটরসাইকেল ও কয়েকটি রামদা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জালালাবাদ আবাসিক এলাকার মহানগর আওয়ামী লীগ নেতা এম এ হানানের বাসায় এ ঘটনা ঘটে।
ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু দে এবং আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এম এ হানান বলেন, আমার বাসায় আমার মা, স্ত্রী ও সন্তান ছিল। কয়েকজন ডাকাত দরজা ভেঙ্গে আমার ঘরে ঢুকার চেষ্টা করে। তবে দরজা না খোলায় দেশীয় অস্ত্র নিয়ে বাসায় চারপাশে হামলা চালায় ডাকাতরা।
এ ঘটনায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী বলেন, জালালাবাদে একটি বাসায় ডাকাতি ও হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতির চেষ্টা ও বাড়িতে হামলার ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।