নবীগঞ্জে ডোবার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জে ডোবার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ডোবার পাশ থেকে অলিউর রহমান (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক যুবক ডোবায় মাছ মারতে গেলে ডোবার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে তারা গিয়ে লাশ সনাক্ত করে। পরে খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ তার মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সে ওই গ্রামের আব্দুল বাছিতের পুত্র।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির গরু নিয়ে সে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজির পর তাকে ও গরু পাওয়া যায়নি। পরে মরদেহটি পাওয়া যায়। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে গরুটি পাওয়া যায়নি।