বাস-কাভার্ডভ্যানের সং ঘ র্ষে নি হ ত ১, আহত ১৫

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোমান গণমাধ্যমকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও বিপরীত থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ১৫ যাত্রী ও কাভার্ডভ্যানের চালক এবং হেলপার আহত হন। তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এর মধ্যে কাভার্ডভ্যান চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর সড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে যান চলাচল স্বাভাবিকের চেষ্টা করছেন।