বাংলাদেশিরা মাত্র ১ দিনেই পাবে ভারতের ভিসা!
বাংলাদেশীদের জন্য ভারতের ভিসা পেতে অনেক ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে যারা ভ্রমণপিপাসু তাদের তো ঝামেলার শেষ নাই। তবে এখন মাত্র ১ দিনেই পাওয়া যাবে ভারতের ভ্রমণের ভিসা।
তবে, এ সুবিধা শুধু তারাই পাবে যারা চিকিৎসা নিতে ভারতে যাবেন। ভারত বাংলাদেশের খুবই নিকটে তার জন্য বাংলাদেশের মানুষেরা অধিাকংশ চিকিৎসা নিতে ভারতে যায়। যাতে কম সময়ে বাংলাদেশিরা মেডিক্যাল ভিসা’ পায় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
কিছু শর্ত আছে, সে শর্তগুলো মেনে আবেদন করলে একদিন পরেই বাংলাদেশিরা পাবেন মেডিক্যাল ভিসা। এর জন্য তৈরি করা হয়েছে একটি বিশেষ পোর্টাল।
ভারতীয় হাই-কমিশন জানিয়েছেন, আবেদন করার একদিনের মধ্যেই বাংলাদেশিদের মেডিক্যাল ভিসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, “এই উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য হল রোগীদের আরও বেশি সুবিধা দেওয়া। পোর্টালটিকে রোগীভিত্তিক করাই হল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”
“এতে রোগীর পরিবার স্বচ্ছ তথ্য পাবেন। একই সঙ্গে হাসপাতালগুলোর কাজ সম্পর্কেও একটি স্পষ্ট ধারণা পাবেন রোগীর পরিবারের লোকজন। এই রাজ্যে চিকিৎসা করাতে এসে তাদের আর কোনও রকম সমস্যার মধ্যে পড়তে হবে না।”