কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প স্থগিত
সিলেট-শিলচর সংযোগসহ ভারতের সাথে করা হাসিনা সরকারের ১০ চুক্তি বাতিল

সিলেট-শিলচর সংযোগ চুক্তিসহ ভারতের সাথে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের শাসনামলে করা ১০ চুক্তি বাতিল করেছে অন্তবতী সরকার।
সোমবার (২০ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এতথ্য জানিয়েছেন।
২০২০ সালে ভারতের আসাম রাজ্যের শিলচরের সাথে সংযোগ চুক্তি করেছিলো তৎকালীন সরকার। অভিবক্ত ভারতে সিলেট জেলার অংশ ছিলো শিলচর । পুণরায় দুই শহরের যোগাযোগ স্থাপনে এ চুক্তি করা হয়েছিলো। সিলেট-শিলচর সরাসরি বাস চালুরও উদ্যোগ নেওয়া হয়েছিলো তখন।
পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলো নিয়ে আলোচনা শুরু হয় এবং যথাযথ পর্যালোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাতিল হওয়া চুক্তি/প্রকল্পগুলো হলো- ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা IEZ), ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি GRSE-এর সঙ্গে টাগ বোট চুক্তি।
স্থগিত করা হয়েছে ২০২২ সালে করা সিলেটের কুশিয়ারা নদীর পানি বণ্টন প্রকল্প।
এছাড়া আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি (পুনর্বিবেচনা), গঙ্গা পানি বণ্টন চুক্তি (নবায়ন/পুনর্বিবেচনা), তিস্তা নদী পানি বণ্টন চুক্তি (খসড়া অবস্থায় ছিল) বাস্তবায়নের জন্য আলোচনায়।