তুরাব হ ত্যা মামলার ২ আসামিকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হয়েছে

তুরাব হ ত্যা মামলার ২ আসামিকে প্রথমবারের মতো ট্রাইব্যুনালে তোলা হয়েছে

সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় আটক দুই আসামিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হয়েছে।


রোববার (২০ জুলাই) ওই দুই আসামিকে আদালতে তোলে রিমান্ডের আবেদন জানানো হয় বলে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা শাহ আলম।


তিনি জানান, প্রথমবারের মতো সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলার দুই আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রিমান্ডের আবেদন করা হলেও শুনানি শেষ হয়নি।


২১ জুলাই তাদের রিমান্ড আবেদনের শুনানি হবে।এছাড়া ২৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন ট্রাইব্যুনালের বিচারক।


৩ দিন আগে কড়া নিরাপত্তায় তাদের সিলেট থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। এদিকে গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় চলা হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন- স্বৈরশাসক শেখ হাসিনার মন্ত্রিপরিষদের সদস্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া ৩৯ আসামির মধ্যে সাবেক আমলা ও পুলিশ কর্মকর্তারাও রয়েছেন। তাদের বিরুদ্ধে মুগ্ধ হত্যা মামলা, সিলেটে সাংবাদিক তুরাব হত্যা মামলা, নরসিংদী ও কক্সবাজারে হত্যাসহ সাতটি মামলার শুনানি অনুষ্ঠিত হয়।


গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দু’মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।