অনুপযোগী প্রকল্প বাতিল, বাড়ছে দুর্ঘটনা

চার লেনে উন্নীত হয়নি সিলেট-সুনামগঞ্জ সড়ক

চার লেনে উন্নীত হয়নি সিলেট-সুনামগঞ্জ সড়ক

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার দীর্ঘদিনের দাবি উপেক্ষিতই রয়ে গেছে। যানবাহনের চাপে প্রতিদিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, অথচ প্রকল্পের প্রয়োজনীয়তা অস্বীকার করে তা বাতিল করেছে পরিকল্পনা কমিশন। পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষের দাবি, দ্রুত পুরো সড়কটি চার লেনে উন্নীত করা হোক।

 

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে চার লেন প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয় পরিকল্পনা কমিশনে। কিন্তু ওই বছরই প্রকল্পটি অনুপযোগী উল্লেখ করে ফেরত পাঠানো হয়। সংশ্লিষ্টদের ভাষ্য, বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনা ও সড়কের কাঠামোর সঙ্গে প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ নয়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ বলেন, “প্রকল্পটি আপাতত বাস্তবায়ন হচ্ছে না। পরিকল্পনা কমিশন প্রয়োজনীয়তা না থাকায় তা বাতিল করেছে। তবে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কের দুইটি অংশে চার লেনের কাজ চলমান রয়েছে।”

চলমান কাজের আওতায় শহরের ট্রাফিক পয়েন্ট থেকে হাসন তোরণ এবং শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে সদরপুর ব্রিজ পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হচ্ছে। পুরো সড়ক উন্নয়নের জন্য আগামীতে নতুন সরকারের প্রতি আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যানবাহনের চাপ এবং সড়কের অপ্রশস্ততা দুর্ঘটনার মূল কারণ।
‘নিরাপদ সড়ক চাই’-এর সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, “এই সড়ক এখন অন্যতম ব্যস্ততম রুট। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। চার লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।”

সুনামগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নূরুল হক বলেন, “পরিবহন চলাচল স্বাভাবিক রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা জরুরি।”

সচেতন মহলের মতে, বিগত সরকারের দায়িত্বহীনতা ও সংশ্লিষ্ট দপ্তরের অদূরদর্শিতায় চার লেন প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। তারা মনে করেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে।