সিলেটে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু
তীব্র খরতাপের পর সিলেটের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বৃষ্টি চলাকালে পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কয়েক দফায় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল বড়বন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (ওসি) জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করেছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া জানান, ঘটনাটি দুঃখজনক।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বজ্র বৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।