সিলেটে ৩ দিনে পাঁচজনের মৃ ত্যু

সিলেটে ৩ দিনে পাঁচজনের মৃ ত্যু

সিলেটের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ দিনে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন এক নারী, তিন তরুণ ও একজন বৃদ্ধ রয়েছেন।

জানা গেছে, সিলেটের দক্ষিণ সুরমার কুচাই, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ-লাখাই সড়ক ও সিলেট তামাবিল মহাসড়কে চিকনাগুল উমনপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলংয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস। এতে কেউ হতাহত না হলেও অন্তত ৭ জন আহত হয়েছেন। 

আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঐদিন সকালে দক্ষিণ সুরমার কুচাই পয়েন্টে মোটরসাইকেল যোগে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন ইমন আমহদ (২৪) নামের এক যুবক। ইমন গোলাপগঞ্জ উপজেলা পৌরসভার রণকেলী নুরুপাড়া গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

এর আগে ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সড়কে বিয়ের বাজার শেষে সড়কে প্রাণ হারান হবু বরসহ দুইজন।

নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের মোঃ বেনু মিয়ার ছেলে মো. তানভীর সোহেব ও মোঃ ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন।

ঐদিন সকালে হবিগঞ্জ-লাখাই সড়কে  ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল উমনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় জাফলংগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক মহিলা নিহত হন। নিহত জুমারা বেগম কানাইঘাট উপজেলার বরবন এলাকার দুলাল আহমেদের স্ত্রী।