চট্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে ৫০হাজার টাকা অনুদান প্রদান

চট্টগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারকে  ৫০হাজার টাকা অনুদান প্রদান

সম্প্রতি চট্টগ্রামের আতুরার ডিপো, পশ্চিম হাজী পাড়ায় মোরশেদ কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয় বেশ কিছু পরিবার। রমজানের শুরুতে জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ৫টি পরিবারকে ৫০হাজার টাকা অনুদান প্রদান করা হয়। জাষ্ট হেল্প ফাউন্ডেশনের চট্টগ্রাম রিজিয়নের ডাইরেক্টর তানভির আহমেদ এবং মো: আশরাফুল ইসলাম খান এর মাধ্যমে উক্ত অনুদান ক্ষতগ্রস্থ পরিবারের কাছে পৌছে দেয়া হয়।
জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, আমরা মানবতার সেবায় সবত্র কাজ করে যাচ্ছি। এসব অসহায় পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।