সিলেটে একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন এক নারী

সিলেটে একসঙ্গে চার শিশুর জন্ম দিলেন এক নারী
সিলেটে একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ছবি: সংগৃহীত

সিলেট একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছেন ফৌজিয়া বেগম নামের এক গৃহবধূ। চার নবজাতকই মেয়েসন্তান।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে।

ফৌজিয়া বেগম কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ গ্রামের রুহুল আমিনে স্ত্রী। একসঙ্গে চার সন্তান জন্ম নেওয়ায় খুশি পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে প্রসূতি ফৌজিয়া বেগমকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডা. লুবনা ইয়াসমিনের তত্ত্বাবধানে ছিলেন তিনি। পরে রাতেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন ফৌজিয়া। পরে চার নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে (এনআইসিইউ) রাখা হয়।

চার নবজাতকই আশঙ্কামুক্ত। তাদের মা-ও সুস্থ রয়েছেন বলে জানান চিকিৎসকরা।