সিলেটে ঝু ল ন্ত মরদেহ উদ্ধার

সিলেটে ঝু ল ন্ত মরদেহ উদ্ধার

সিলেটে সেকুল মিয়া (৪৩) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ সুরমার বাসা থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত সেকুল মিয়া ওই এলাকার লতিপুর (ছিটা হাজরাই) গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দক্ষিণ সুরমা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সেকুল মিয়া তার ঘরে দরজা বন্ধ করে রেখেছিলো। পরিবারের সদস্যদের কিছুটা সন্দেহ হলে রাত ১২টার দিকে তারা ডাকাডাকি করে সেকুলের সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। 

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। সেকুল মিয়া দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভোগছিলেন। মানসিক অবসন্নতা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন। এরপরও এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।