সিলেটে আগুনে ভস্মিভূত ৩ ব্যবসা প্রতিষ্ঠান, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিলেটে আগুনে ভস্মিভূত ৩ ব্যবসা প্রতিষ্ঠান, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিলেট নগরে বস্তার গোডাউনে লাগা আগুনে পুড়লো ক্রোকারিজ দোকান বাইসাইকেল ওয়ার্কসপ। এতে অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে নগরের চালিবন্দর এলাকায় একটি বস্তার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়, জানিয়েছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্যমতে, শুক্রবার ছুটির দিনে বন্ধ একটি বস্তার গোডেউনে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী একটি ক্রোকারিজ দোকান ও বাইসাইকেল ওয়ার্কসপে। আগুন দেখে উৎসুক জনতা সেখানে জড়ো হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে ৩ ঘন্টা চেষ্টার চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫০ হাজার বস্তা, বাইসাইকেলের পার্টস ও ক্রোকারিজ মালামাল পুড়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটন সিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।

তিনি বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে গোডাউনসহ অপর দুটি দোকানের ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার ও ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ধারণা করা হচ্ছে।