সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

সিলেটে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচী পালনকালে এ হুঁশিয়ার ইন্টার্ন চিকিৎসকরা।

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে রবিবার থেকে কর্মবিরতি পালন করেছেন তারা।

ফলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এদিন দুপুর ১২টার দিকে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করনে ইন্টার্ন চিকিৎসকরা। পরে সিভিল সার্জন বারবার একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সময় ইন্টার্ন চিকিৎসকরা জানান, দ্বিতীয় দিনের মতো টানা কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। সারা দেশের সকল মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও ৫ দফা দাবি আদায় না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন যাবেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে স্নারকলিপি গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। তিনি সকল ইন্টার্ন চিকিৎসকদের অনুরোধ করেন চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার।