ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি জ্যামাইকার
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকা।
মন্ত্রিপরিষদের বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ মঙ্গলবার (২৩ এপ্রিল) এ কথা জানিয়েছেন।
মন্ত্রিপরিষদ আগের দিন সোমবার এ সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বিশ্বের ১৪২টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চল ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল।
জ্যামাইকার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতিসংঘ সনদের মূলনীতির প্রতি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতির কথাও বলা আছে এতে।
জ্যামাইকার পররাষ্ট্রমন্ত্রী কামিনা জনসন স্মিথ বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাতের শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় তার দেশ। সেটা হতে হবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে, সামরিক উপায়ে নয়।