সিলেট সদরে বসছে কুরবানির ১০টি পশুর হাট

সিলেট সদরে বসছে  কুরবানির ১০টি পশুর হাট

ঈদুল আযহা উপলক্ষ্যে সিলেটে বসতে শুরু করেছে অস্থায়ী পশুর হাট। ঈদুল আযহা তথা কুরবানির ঈদ আসন্ন। মুসলিম উম্মাহের দ্বিতীয় বৃহৎ এ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সিলেট সদর উপজেলায় এবার অস্থায়ী ১০টি পশুর হাট প্রথম আলো বসছে। 

এসব হাট ইজারা দিতে দরপত্র আহ্বান করেছে উপজেলা প্রশাসন। 

সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২১ মে ২৬ মে পর্যন্ত দরপত্র সংগ্র ও দাখিলের সময়। পরে ২৭ মে সেগুলো খোলা হবে এবং সর্বোচ্চ দরদাতাকে হাট ইজারা দেওয়া হবে।

সদর উপজেলার ১০টি পশুর হাট হচ্ছে- ১) পীরের বাজার, ২) পরগনা বাজার, ৩) দাসপাড়া শাহজালাল বাজার, ৪) বাইপাস পয়েন্ট সুরমা গেইট, ৫) ইসলামগঞ্জ বাজারের উত্তরের মাঠ, ৬) শাহজালাল বাজারের মাঠ, ৭) বলাউড়া বাজার, ৮) বাদাঘাট বাজার, ৯) বাদেআলী পশুর হাট এবং ১০) লাক্কাতুরা খেলার মাঠ সংলগ্ন স্থান।