সিলেটে যৌথবাহিনীর ব্যাপক তৎপরতা

সিলেটে যৌথবাহিনীর ব্যাপক তৎপরতা

সিলেটে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীকে যৌথ অভিযানে সিলেট এয়ারপোর্ট সড়কে তল্লাসি করতে দেখা যায়। প্রতিবেদনটি লিখা পর্যন্ত চারটি গাড়ি ও মাদক সহ একজন যুবককে আটক করা হয়েছে বলে জানা যায়। 

এর আগে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অভিযান আরো জোরদার করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, সন্ধ্যার পর থেকে অভিযান জোরদার করা হবে।উপদেষ্টা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অপারেশন আরো জোরদার করা হবে।

সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন। অপরাধপ্রবণ এলাকাগুলোতে আরো টহল বাড়ানো হবে, চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।’
তিনি বলেন, আজকের সভায় আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন বিষয়ে কথা হয়েছে এবং এসংক্রান্ত বাহিনীগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।